শেরপুরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- Update Time : ০৭:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৪ Time View

স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান।
শেরপুরে ধানের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করায় হাবিবুর রহমান লেমন তালুকদার (৩৪) নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত লেমন শেরপুর পৌরসভার দিঘারপাড় মহল্লার ধানচাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তিনি বাবার রাইস মিলের ব্যবসায় জড়িত ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পৌরসভার দিঘারপাড় মহল্লায় হাবিবুর রহমান লেমনদের মালিকানাধীন ধানের চাতালে ক্রিকেট খেলতে যায় স্থানীয় ফজু মিয়ার ছেলে নাজমুল ইসলাম বাবু ও লিখনসহ কয়েকজন তরুণ। এসময় লেমন তাদের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করলে তাদের সাথে কথা-কাটাকাটি এবং এক পর্যায়ে তারা লেমনকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা লেমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকার মহাখালি মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।
এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম রোববার সকালে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, লেমনকে মারধরের ঘটনায় ইতোমধ্যে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।





















