পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, ভুক্তভোগী পরিবারের আর্থিক ক্ষতি মধ্যে দিন কাটাচ্ছে।
- Update Time : ০৮:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ৩০ Time View

সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।। খুলনা জেলার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামে শিবপদ সানার মালিকানাধীন একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭ থেকে ৮ মন মাছ নিধন করা হয়েছে। এতে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী শিবপদ সানা। হঠাৎ এমন ক্ষতির মুখে পড়ে পরিবারটি বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে শিবপদ সানা অভিযোগ করে বলেন, তাঁর প্রতিবেশী মনোরঞ্জন সানার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক গণ্ডগোল চলছিল। এমনকি কিছুদিন আগে মনোরঞ্জন তাঁর স্ত্রীকে হত্যার অভিযোগে মামলার আসামি হয়ে বর্তমানে জামিনে মুক্ত আছেন। জামিনে এসে তিনি বারবার প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।ঘটনার বিবরণ দিতে গিয়ে শিবপদ সানা আরও বলেন, ঘটনার দিন রাত আনুমানিক সাতটার দিকে মনোরঞ্জন একটি লাল রঙের বালতি হাতে নিয়ে আমার পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। পরের দিন সকালে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয়রা নিশ্চিত করেন যে এটি বিষ প্রয়োগের ফল।এ ঘটনায় শিবপদ সানা নিজে বাদী হয়ে পাইকগাছা থানায় মনোরঞ্জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অন্যদিকে সাংবাদিকরা অভিযুক্ত মনোরঞ্জন সানার কাছে জানতে চাইলে তিনি অভিযোগগুলোকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।স্থানীয় এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

























