বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত হৃদয় হত্যা মামলার আসামি কহিনুর চেয়ারম্যান ও বাদি শাহাদাত কমিশনার একই সঙ্গে।
- Update Time : ১০:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ৭২ Time View

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
এছাড়াও ইউনিয়ন পরিষদের সরকারি ভবনে চেয়ারম্যানের সৌজন্যে বিএনপি নেতাদের রাজনৈতিক ভুরিভোজ আয়োজন করেছেন।
মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি নেতা কামাল জামান মোল্লা দলীয় নির্দেশ অমান্য করে ফ্যাসিবাদের দোসরদের একের পর এক বিএনপিতে আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার মাদারীপুরের শিবচরে সন্ন্যাসিরচর ইউনিয়নের সামনে খাসেরহাট বাজার এলাকায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা কামাল জামান মোল্লার আগমন উপলক্ষে বিএনপির কর্মী সমাবেশে আওয়ামী লীগের খোলস পাল্টে বেশ কয়েকজন নেতা অনানুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
এরমধ্যে উল্ল্যখ যোগ্য- মাসুদ মাল, মতি মাল, জুলহাস মালসহ অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এরা সকলেই লেবাসধারী ও পল্টিবাজ।
দীর্ঘদিনের নির্যাতিত ও ক্ষুব্ধ এলাকার বিএনপি নেতারা অভিযোগ করে জানান, শিবচরের আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো বোল পাল্টিয়ে আবার বিএনপিতে যোগ দিচ্ছেন। বিএনপি নেতারা আগামী দিনের ভোটের কথা ভেবে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের বিএনপিতে আশ্রয় দিয়ে নিজেরা দল ভারী করছেন। শিবচরে এই প্রতিযোগিতায় বিএনপি নেতা কামাল জামান মোল্লা সবার শীর্ষে। সন্ন্যাসিরচর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কোহিনুর হাওলাদারকে দেখা গেছে বিএনপি নেতা কামাল জামান (নুরুদ্দিন মোল্লার ) সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হৃদয়ের কবর জিয়ারত অনুষ্ঠানে। এছাড়াও মামলার বাদী বিএনপি নেতা (শিবচর পৌরসভার সাবেক কমিশনার) শাহাদাত হোসেন খান ও শহীদ হৃদয় হত্যা মামলার আসামী সন্ন্যাসিরচর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কোহিনুর হাওলাদার দোয়ার অনুষ্ঠানে পাশাপাশি দাড়ানো। আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান কোহিনুর হাওলাদার ওই মামলার ১৬৪ নম্বর আসামী।
অপরদিকে বিএনপি নেতা কামাল জামাল মোল্লার কর্মী সভায় আগতদের উপলক্ষে সভাস্থলে আগত প্রায় ১২ হাজার জনগনের জন্য দুপুরের বিশাল ভূরি ভোজের আয়োজন করা হয়। খাসেরহাট বাজারের পাশে সন্নাসিরচর ইউনিয়ন পরিষদের সামনেই (বাউন্ডারির ভিতর) আয়োজন হয় রান্না-বান্নার। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীন ইউনিয়ন পরিষদের সরকারি অফিসে আওয়ামী লীগের চেয়ারম্যানের পক্ষথেকে বিএনপি নেতা জামান কামাল মোল্লার জন্য রাজনৈতিক ভোজের আয়োজন করেছেন।
























