ভারত বাংলাদেশ সাইবার যুদ্ধ
- Update Time : ০৬:৪৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১১৫ Time View

রিয়াদ ইসলাম , প্রতিনিধি
বাংলাদেশের সাথে ভারতের কোন্দল ক্রমশ বেড়ে চলেছে।বিগত কিছুদিন যাবত ভারতের কিছু নামধারী সাইবার টিম বাংলাদেশের সাইবার স্পেসে আক্রমণ করে এবং সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূণ ওয়েবসাইট দখলে নেয়।যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি হ্যাকার গোষ্ঠীরা তীব্র আক্রমণ শুরু করে এবং যেইসকল ওয়েবসাইট ইন্ডিয়ান হ্যাকার রা হ্যাক করে সেগুলো রিকভার করে।বাংলাদেশের বিভিন্ন সংগঠনের মধ্যে Team BD Cyber Ninja এমনই একটি সংগঠন।যারা নিজেদের মুসলিম ব্ল্যাক হ্যাট হ্যাকারস নামে পরিচয় প্রদান করেন এবং প্রতিনিয়ত বাংলাদেশ এর বিরুদ্ধে যারা সাইবার আক্রমণ পরিচালনা করে তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।তারা ভারতের আক্রমণের বিপরীতে কাউন্টার অ্যাটাক পরিচালনা করছেন।যারা ইতিমধ্যে ভারতের সরকারি বেসরকারি ৫০০ টির অধিক ওয়েব সার্ভার এবং ওয়েবসাইট দখলে নেন।এছাড়াও দেশের বিভিন্ন ইস্যুতে তারা প্রতিনিয়ত তাদের মতামত ব্যক্ত করেন।বিএসএফ যখন বর্ডার হত্যা করে তখন তারা তার প্রতিবাদস্বরূপ ভারতীয় ওয়েবসাইট ডিফেস করা শুরু করেন এবং তাদের ক্ষমতা জানান দেন।তারা দাবি করেন দেশ বিরোধী,ধর্ম বিরোধী যেকোন কার্যক্রম প্রতিরোধ করতে তারা সবসময় প্রস্তুত।তাদের পক্ষ থেকে জানানো হয় ইন্ডিয়ান হ্যাকাররা বাংলাদেশের বিপক্ষে সাইবার যুদ্ধ পরিচালনা করলে তারা আরো তীব্র ভাবে ভারতের বিপক্ষে সাইবার যুদ্ধ পরিচালনা করবেন।তারা প্রতিনিয়ত বাংলাদেশের পক্ষ হতে সাইবার দুনিয়ায় এক ভরসার নাম হয়ে উঠছেন।তারা তাদের কাজের প্রতিদিনকার আপডেট তাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রকাশিত করেন।ইতিমধ্যে তাদের নিয়ে আন্তজাতিক বিভিন্ন হ্যাকিং জানাল এ নিউজ প্রকাশিত হয়েছে। এছাড়া ভারতের জনপ্রিয় নিউজ চ্যানেলের আর্টিকেলে তাদের আক্রমণের সত্যতা পাওয়া যায়।তাদের সাথে যোগাযোগ করা হলে তাদের এডমিন পরিচয়ধারী একজন জানান,
আসসালামু আলাইকুম
আমি TEAM BD CYBER NINJA এর এডমিন।আমরা বাংলাদেশের একটি ব্লাক হ্যাট মুসলিম সাইবার টিম। আমরা বাংলাদেশকে বহিরাগত সাইবার আক্রমণ থেকে বাংলাদেশ কে প্রটেক্ট করি এবং আমরা সরকার বিরোধী কন কাজের বিরুদ্ধে সর্বদা সচেষ্ট । এছাড়া আমরা ফিলিস্তন এর স্বাধীনতা এর জন্য ইসরাইলে সাইবার আক্রমণ করি। আমরা ইসলামের জন্য কাজ করি । আমরা সাম্প্রতিক ইন্ডিয়ার ওপরে সাইবার আক্রমণ করতেছি । তারা আমাদের কিছু সরকারি ওয়েবসাইট হ্যাক করে ও আমাদের সরকারি ডাটাবেস হ্যাক করে আমাদের তথ্য ডার্ক ওয়েব লিক করে। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করার পরেও তারা আমাদের সাথে কথা না বলে আমাদের ওপর আবার আক্রমণ চালায়। তার জন্য আমরা বাধ্য হয়ে তাদের ওপর আক্রমণ চালাচ্ছি । তাদের আমাদের সরকার বিরোধী কার্যক্রম ও আমাদের বাধ্য করে সাইবার অ্যাটাক করতে। তারা যদি বাংলাদেশের সাইবার স্পেসে আক্রমণ করা বন্ধ না করে তাহলে আমরাও আমাদের আক্রমণ চালাতে থাকবো। তারা বাংলাদেশের সাইবার স্পেসে নিজেদের আধিপত্যবিস্তার করতে চায় তা আমরা রুখে দাঁড়াবো ইন শা আল্লাহ।এছাড়া আমাদের কাজের আপডেট জানতে চাইলে আমাদের সাথে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন যেকেউ।
TBCN এর টেলিগ্রাম চ্যানেল লিংক:https://t.me/+8vXcjuZW2I9hYTU1
























