মণিরামপুরে অবৈধ বাইকচাপাই শিশু নিহত, আহত-৩
- Update Time : ০৮:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮৪ Time View

মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ হাসান-হোসেন ৭বছর বয়স যমজ ২ ভাই।শোকে নিস্তব্ধ গোটা এলাকা। অতিকষ্ঠে যমজ ২ছেলেকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা আর পূরন হলোনা।আমি হাসান-হোসেন ছাড়া বাঁচবো না,আল্লাহ তুমি ধন দিয়ে কেনো কেড়ে নিলে?এমনই প্রলাপ করছে আর ডুকরে ডুকরে কাঁদছে নিহত হোসেন ও আহত হাসানের মা-বাবা।হৃদয়বিদারক অবস্থায় বুধবার ১২ই ফেব্রুঃ বেলা ১১টায় পারিবারিক কবরস্থানে দূর্ঘটনায় নিহত হোসেনর দাফন শেষে চলছিলো তাদের বাড়ি সহ গোটা চন্ডিপুর গ্রামে। গত ১১ই ফেব্রঃ সন্ধা ৬টা নাগাত মণিরামপুর টু রাজগঞ্জ সড়কের চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের গেটে ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় ১শিশু নিহত ও আরেক শিশুসহ ৩জন মারাত্মক ভাবে আহত হয়েছে।অবৈধযান ইজিবাইকের বেপরোয়া গতীর কারনে প্রান গেলো ৭ বছরের শিশু মোঃ হোসেনের।আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসারত নিহত হোসেনের যমজ বড় ভাই হাসান সাথে আহত বাবা কৃষক জয়নাল আলী।একই দূর্ঘটনায় আহত হয়েছেন আরেক সাইকেল আরোহী।
স্থানীয়রা বলেছেন, অতিরিক্ত গতীর কারনে ঘাতক ইজিবাইক চালক আসাদ প্রথমে সাইকেল পরে রাস্তা ছাড়া দেড় ফিট বাইরে ডান পার্শে দাড়িয়ে থাকা জয়নাল ও যমজ ২ ছেলে হাসান – হোসেনের উপর চালিয়ে দিলে যমজের ছোট হোসেন মারা যায়।
এ ঘটনায় ইজিবাইক চালক আসাদ পালিয়ে গেলেও স্থানীয়বিক্ষুদ্ব জনতা ঘাতক ইজিবাইকটি আটক করে জয়নাল আলীর বাড়িতে রেখে দিয়েছে।
হাসান-হোসেনের পিতা আহত থাকাই কিছু বলতে না পারলেও একাধিক স্থানীয়রা জানান,মঙ্গলবার সন্ধা ৬টার পরপরই জয়নাল ও তার ২ছেলে বাড়ির দিকে যাওয়ার জন্য চন্ডিপুর স্কুল গেটে দাড়িয়ে ছিলো,মনিরামপুর দিক থেকে আসা দ্রূতগামী ইজিবাইক ১টি সাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার সম্পূর্ণ রং পার্শে যেয়ে তাদের উপর উঠে গেলে যমজ ছোট ছেলে হোসেন মারা যায়। হাসানসহ জয়নালকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য হাসানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করে।
এ ব্যাপারে মণিরামপুর বাজারস্থ ইজিবাইক স্টান্ডের স্টাটার মোঃ কুদ্দুস আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান,দূর্ঘটনাটি খুবই দুঃখজনক।সেই থেকে আমরা ড্রাইভার আাসাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।জীবনের মূল্য দেওয়া সম্ভব না,তবে আহত হাসানের উন্নত চিকিৎসার জন্য আমরা তার পরিবারের সাথে কথা বলে একটা ব্যাবস্থা নিবো।
এ ব্যাপারে কেউ কোন অভিযোগ না করলেও ঘটনাস্থল পরিদর্শন ও মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর পরবর্তী মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে বলে জানান মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ গাজী।
























