রূপান্তর ইয়ুথ ফর সুন্দরবন আওতায় দূষণ হ্রাস করা এবং সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্য যুব ফোরাম সদস্যদের দুইদিন ব্যাপি প্রশিক্ষন,যুব নেতৃত্ব এবং সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ,
- Update Time : ১১:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৫ Time View

রিয়াদ ইসলাম, বরগুনা
প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, মোসাঃ নিকহাত আরা উপজেলা নির্বাহী অফিসার বামনা, ও মোঃ খলিলুর রহমান জেলা সমন্বয়কারী রূপান্তর আস্থা প্রকল্প বরগুনা ও অনুপ রায় জেলা সমন্বয়কারী রূপান্তর ইয়ুথ ফর সুন্দরবন প্রকল্প ও মোঃ ইমরান হোসাইন ও নুসরাত সনি ফেসিলেটর ইয়ুথ ফর সুন্দরবন প্রকল্প বামনা উপজেলা। “বাচাই সুন্দরবন ” “রক্ষা করি প্লাস্টিক দূষণ”
গত ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫এ বামনা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
মোঃ সোহানুর রহমান সৈকত বলেন প্রাণীকুলের জন্য হুমকি বন্যপ্রাণীর মৃত্যু: প্লাস্টিক ও পলিথিন খাবারের সঙ্গে খেয়ে ফেললে হরিণ, কুমির, ডলফিনসহ বিভিন্ন প্রাণীর মৃত্যু হতে পারে। জলজ প্রাণীর ক্ষতি: প্লাস্টিক বর্জ্য নদী ও খালে গিয়ে ইরাবতী ডলফিন, মাছ ও অন্যান্য জলজ প্রাণীর দেহে আটকে যায় বা বিষক্রিয়া সৃষ্টি করে। মোঃ রুবের বলেন পরিবেশ ও প্রতিবেশগত সমস্যা মাটির উর্বরতা নষ্ট: সুন্দরবনের মাটিতে পলিথিন জমে থেকে মাটির স্বাভাবিক পানি প্রবাহ ও বায়ুচলাচল ব্যাহত করে। জল দূষণ: প্লাস্টিক নদীতে জমে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এবং পানির গুণগত মান নষ্ট করে। মিজানুর রহমান বলেন ম্যানগ্রোভ বন ও উদ্ভিদের ক্ষতি বৃক্ষ বৃদ্ধিতে বাধা: সুন্দরবনের গাছগুলোর শেকড়ে প্লাস্টিক জমে গেলে তা পানি ও পুষ্টি শোষণে বাধা সৃষ্টি করে। বনাঞ্চলের ক্ষতি: প্লাস্টিক ও পলিথিন থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক উপাদান বনাঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংস করে। তাওহিদ বলেন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি প্লাস্টিকের অবাধ বিস্তার সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে, যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলার ক্ষমতা কমিয়ে দেয়।
সর্বশেষে মোঃ সোহানুর রহমান সৈকত বলেন সমাধানের উপায়:কঠোর আইন ও প্রয়োগ,পরিবেশবান্ধব ব্যাগ ও বিকল্প সামগ্রীর প্রচলন, পরিবেশ সচেতনতা বৃদ্ধি,পরিবেশবান্ধব পর্যটন নীতি গ্রহণ। প্লাস্টিকের ব্যবহার সীমিত করার জন্য নিচের পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে:পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার
প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কাপড় বা জুটের ব্যাগ ব্যবহার করুন। ওয়ান-টাইম প্লাস্টিক বোতলের পরিবর্তে কাঁচ বা স্টিলের বোতল ব্যবহার করুন। বিকল্প পণ্য ব্যবহারপ্লাস্টিকের স্ট্রর পরিবর্তে বাঁশ, স্টিল বা কাগজের স্ট্র ব্যবহার করুন। প্লাস্টিকের খাবারের পাত্রের পরিবর্তে মাটির বা কাঁচের পাত্র ব্যবহার করুন
উক্ত অনুষ্ঠানে বক্তবের মূল লক্ষ্য ছিলো
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলুন প্লাস্টিকের চামচ, কাপ, প্লেটের পরিবর্তে কাঠ বা ধাতব চামচ ব্যবহার করুন। সুপার শপ বা বাজারে কেনাকাটার সময় নিজের ব্যাগ নিয়ে যান।
পুনর্ব্যবহার ও রিসাইক্লিং বৃদ্ধি ব্যবহৃত প্লাস্টিক পুনঃব্যবহার করুন বা রিসাইক্লিংয়ে পাঠান। অফিস বা বাড়িতে প্লাস্টিক বর্জ্য আলাদা করে রাখুন। সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ। স্থানীয় পর্যায়ে প্লাস্টিক দূষণ রোধে প্রচার চালান। সরকার কর্তৃক নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলুন। পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ বায়োডিগ্রেডেবল বা কম ক্ষতিকর উপাদানে তৈরি পণ্য ব্যবহার করুন। গাছ লাগান ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখুন।
























