শাজাহানপুর থানায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত – রেঞ্জ ডিআইজি কে কমিউনিটি পুলিশিং ফোরামের ফুলেল শুভেচছা।
- Update Time : ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ৬৮ Time View

শাকিল রানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
সোমবার (১০ মার্চ) শাজাহানপুর থানার আয়োজনে এক বিশেষ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)।
অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা জানান, শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক প্রফেসর আবু জাফর আলমগীর সহ থানা কমিউনিটি পুলিশং ফোরামের নেতৃবৃন্দ।
এসময় তারা শাজাহানপুরের সাম্প্রতিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষক বৃন্দ, সাংবাদিকবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, ও সুধীজন মতবিনিময় শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এসময় থানা কমিউনিটি পুলিশং ফোরামের নেতৃবৃন্দ ডিআইজির সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।
























