০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে ভ্যান চালক ৪৫০ টাকার জন্য খুন ।

Reporter Name
  • Update Time : ০৯:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬২ Time View

 

সাহাবুদ্দিন মিয়া (শিবচর প্রতিনিধি)

মাদারীপুরের শিবচরে ৪৫০ টাকার জন্য এক ২০ বছরের মিজান কাজীকে খুন করা হয়েছে । গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন । প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানান গত শুক্রবার ভোরে উপজেলা কাদির পুর ইউনিয়নের একটি ইট ভাটার সংলগ্নে গলাকাটা অবস্থায় মিজান কাজীকে পাওয়া যায় । এ ঘটনায় বাদী হয়ে নিহত মিজানের মা মলিনা বেগম শিবচর থানায় একটি মামলা দায়ের করেন । অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রতন শেখের নেতৃত্বে খুনের রহস্য উদঘাটন । সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন , মিজানের মা মলিনা বেগম বাদী হয়ে আল আমিন ,আরিয়ান আহমেদ স্বাধীন সহ আরো কিছু ব্যাক্তিকে আসামী করলে আমরা আরিয়ান এবং আল আমিন কে গ্রেফতার করি । পরে তাদের সহযোগিতা নিয়ে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট এলাকার হুমায়ূন শিকদারের হান্নান কে গ্রেফতার করা হয় । আরিয়ান আহমেদ স্বাধীন বেপরী ইট ভাটায় ইভেন্ট ম্যানেজমেন্ট এ কাজ করেন , সে সুবাদে মিজান কাজীর ভ্যান তারা ব্যবহার করত । এবং মিজান কাজী আরিয়ান আহমেদ স্বাধীন বেপরীর কাছে ৪৫০ টাকা পেত। অনেকদিন টাকা চাওয়ার পর আরিয়ান আহমেদ স্বাধীন বেপরীর টাকা না দিলে তাদের ভিতরে কথার কাটাকাটি হলে । পরবর্তীতে মিজান কাজীকে ৫০০ টাকা ভ্যান ভারা করে মিজানকে ঘটনাস্থলে নিয়ে যান এবং এলোপাতারি কোপাতে থাকেন আসামীরা, মিজান কাজী মাটিতে লুটিয়ে পড়লে আসামী হান্নান গলায় ছুরি চালায়।

Tag :

Please Share This Post in Your Social Media

শিবচরে ভ্যান চালক ৪৫০ টাকার জন্য খুন ।

Update Time : ০৯:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

 

সাহাবুদ্দিন মিয়া (শিবচর প্রতিনিধি)

মাদারীপুরের শিবচরে ৪৫০ টাকার জন্য এক ২০ বছরের মিজান কাজীকে খুন করা হয়েছে । গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন । প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানান গত শুক্রবার ভোরে উপজেলা কাদির পুর ইউনিয়নের একটি ইট ভাটার সংলগ্নে গলাকাটা অবস্থায় মিজান কাজীকে পাওয়া যায় । এ ঘটনায় বাদী হয়ে নিহত মিজানের মা মলিনা বেগম শিবচর থানায় একটি মামলা দায়ের করেন । অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রতন শেখের নেতৃত্বে খুনের রহস্য উদঘাটন । সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন , মিজানের মা মলিনা বেগম বাদী হয়ে আল আমিন ,আরিয়ান আহমেদ স্বাধীন সহ আরো কিছু ব্যাক্তিকে আসামী করলে আমরা আরিয়ান এবং আল আমিন কে গ্রেফতার করি । পরে তাদের সহযোগিতা নিয়ে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট এলাকার হুমায়ূন শিকদারের হান্নান কে গ্রেফতার করা হয় । আরিয়ান আহমেদ স্বাধীন বেপরী ইট ভাটায় ইভেন্ট ম্যানেজমেন্ট এ কাজ করেন , সে সুবাদে মিজান কাজীর ভ্যান তারা ব্যবহার করত । এবং মিজান কাজী আরিয়ান আহমেদ স্বাধীন বেপরীর কাছে ৪৫০ টাকা পেত। অনেকদিন টাকা চাওয়ার পর আরিয়ান আহমেদ স্বাধীন বেপরীর টাকা না দিলে তাদের ভিতরে কথার কাটাকাটি হলে । পরবর্তীতে মিজান কাজীকে ৫০০ টাকা ভ্যান ভারা করে মিজানকে ঘটনাস্থলে নিয়ে যান এবং এলোপাতারি কোপাতে থাকেন আসামীরা, মিজান কাজী মাটিতে লুটিয়ে পড়লে আসামী হান্নান গলায় ছুরি চালায়।