০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আস্থা যুব উৎসবের উদ্বোধন

Reporter Name
  • Update Time : ০২:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬১ Time View

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
বেসরকারি প্রতিষ্ঠান রূপান্তরের সহযোগিতায় আস্থা যুব ফোরাম ও জেলা নাগরিক ফ্লাটফর্মের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আস্থা যুব উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে সাতক্ষীরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে আস্থা যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে।
যুব উৎসব উদযাপন কমিটির আহবায়ক শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারূল ইসলাম, যুব উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব আসাদুল্লাহ আল মাসুদসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্য হলো সমাজের প্রাণশক্তি। আজকের তরুণ সমাজ ভবিষ্যতের নীতি নির্ধারক। যোগ্য নেতৃত্ব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গড়তে এবং দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও সততার সঙ্গে তরুণ সমাজকে সকল কাজে এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে আসলেই সমাজ এগিয়ে যাবে, এগিয়ে যাবে দেশ। তাছাড়াও তরুণদের মধ্যে থাকতে হবে দেশপ্রেম।

উৎসবে সাতক্ষীরা জেলার সাত উপজেলা থেকে প্রায় তিনশ এর অধিক যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। যুব ফোরামের সদস্যদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো আলোচনা সভা, স্টল প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শণী, যুবদের উপস্থাপনা, মণিপুরী নৃত্য, গান, স্থানীয় লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান মনিরূজ্জামান ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সম্পাদক তামান্না জাবরিন।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আস্থা যুব উৎসবের উদ্বোধন

Update Time : ০২:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
বেসরকারি প্রতিষ্ঠান রূপান্তরের সহযোগিতায় আস্থা যুব ফোরাম ও জেলা নাগরিক ফ্লাটফর্মের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আস্থা যুব উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে সাতক্ষীরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে আস্থা যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে।
যুব উৎসব উদযাপন কমিটির আহবায়ক শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারূল ইসলাম, যুব উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব আসাদুল্লাহ আল মাসুদসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্য হলো সমাজের প্রাণশক্তি। আজকের তরুণ সমাজ ভবিষ্যতের নীতি নির্ধারক। যোগ্য নেতৃত্ব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গড়তে এবং দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও সততার সঙ্গে তরুণ সমাজকে সকল কাজে এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে আসলেই সমাজ এগিয়ে যাবে, এগিয়ে যাবে দেশ। তাছাড়াও তরুণদের মধ্যে থাকতে হবে দেশপ্রেম।

উৎসবে সাতক্ষীরা জেলার সাত উপজেলা থেকে প্রায় তিনশ এর অধিক যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। যুব ফোরামের সদস্যদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো আলোচনা সভা, স্টল প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শণী, যুবদের উপস্থাপনা, মণিপুরী নৃত্য, গান, স্থানীয় লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান মনিরূজ্জামান ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সম্পাদক তামান্না জাবরিন।