০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হযরত খাইরুজ্জামান মাইজভান্ডারীর ৪০তম ওরশ শরীফ সম্পন্ন,

Reporter Name
  • Update Time : ০৮:৫৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ৫৪ Time View

 

মুহাম্মদ সাইফুল্লাহ ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:-

মহান ২৮শে ফাল্গুন,১২ ই রমজান, ১৩ই মার্চ ২০২৫ইংরেজী রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের সফিনগর গ্রামের প্রখ্যাত অলিয়ে কামেল পীরে ত্বরিকত মুরশীদে বরহক সুলতানুল আউলিয়া হযরত শাহসুফি খাইরুজ্জামান শাহ মাইজভান্ডারী(রঃ)’র ৪০তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল গাউছিয়া খাইরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মুহাম্মদ নিজাম উদ্দিন মাইজভান্ডারী(মঃজিঃআঃ)’র সার্বিক তত্ত্বাবধানে এবং আঞ্জুমানে মুহিব্বানে হযরত শাহ ধনমিয়া ও হযরত খাইরুজ্জামান মাইজভান্ডারী(রঃ)কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা মাওলানা মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে গাউছিয়া খাইরিয়া দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে, এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(কঃ)র রওজা শরীফের খাদেম ও উম্মুল আশেকীন মুনওয়ারা বেগম এতিম খানা ও হেফজখানার প্রধান হাফেজ হযরত মাওলানা হাফেজ আবুল কালাম মাইজভান্ডারী, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলোয়াত, নাতে রাসুল(দঃ) এবং শানে গাউসুল আজম মাইজভান্ডারী(কঃ), এবং মিলাদে মোস্তফা(দঃ), তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ পরিবেশন করা হয়। সম্মানিত শাহজাদা ও সম্মানিত আলোচক তাদের বক্তব্যে মাহে রমজানের গুরুত্বপূর্ণ তাৎপর্যদিক এবং অলিয়ে কামেল হযরত মাওলানা শাহসুফি খাইরুজ্জামান শাহ মাইজভান্ডারীর জীবনী কর্ম মানবতার কল্যাণে অবদান সমুহ তুলে ধরেন। এই সময় এতে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মুহিব্বানে হযরত শাহ ধনমিয়া ও হযরত খাইরুজ্জামান মাইজভান্ডারীর কেন্দ্রিয় কমিটির
উপদেষ্টামন্ডলীর সদস্য মোহাম্মদ আব্দুল মোনাফ,মোঃমাহবুবুল আলম।সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, মোঃ সজিব সহ মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তা সদস্য ও গাউছিয়া খাইরিয়া দরবার শরীফ এর শাহজাদাগণ,আশেকানে হযরত শাহ ধনমিয়া ও হযরত খাইরুজ্জামান মাইজভান্ডারী(রঃ), ওরশ পরিচালনা কমিটির সকল পদের কর্মকর্তার সদস্য, ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

হযরত খাইরুজ্জামান মাইজভান্ডারীর ৪০তম ওরশ শরীফ সম্পন্ন,

Update Time : ০৮:৫৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 

মুহাম্মদ সাইফুল্লাহ ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:-

মহান ২৮শে ফাল্গুন,১২ ই রমজান, ১৩ই মার্চ ২০২৫ইংরেজী রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের সফিনগর গ্রামের প্রখ্যাত অলিয়ে কামেল পীরে ত্বরিকত মুরশীদে বরহক সুলতানুল আউলিয়া হযরত শাহসুফি খাইরুজ্জামান শাহ মাইজভান্ডারী(রঃ)’র ৪০তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল গাউছিয়া খাইরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মুহাম্মদ নিজাম উদ্দিন মাইজভান্ডারী(মঃজিঃআঃ)’র সার্বিক তত্ত্বাবধানে এবং আঞ্জুমানে মুহিব্বানে হযরত শাহ ধনমিয়া ও হযরত খাইরুজ্জামান মাইজভান্ডারী(রঃ)কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা মাওলানা মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে গাউছিয়া খাইরিয়া দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে, এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(কঃ)র রওজা শরীফের খাদেম ও উম্মুল আশেকীন মুনওয়ারা বেগম এতিম খানা ও হেফজখানার প্রধান হাফেজ হযরত মাওলানা হাফেজ আবুল কালাম মাইজভান্ডারী, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলোয়াত, নাতে রাসুল(দঃ) এবং শানে গাউসুল আজম মাইজভান্ডারী(কঃ), এবং মিলাদে মোস্তফা(দঃ), তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ পরিবেশন করা হয়। সম্মানিত শাহজাদা ও সম্মানিত আলোচক তাদের বক্তব্যে মাহে রমজানের গুরুত্বপূর্ণ তাৎপর্যদিক এবং অলিয়ে কামেল হযরত মাওলানা শাহসুফি খাইরুজ্জামান শাহ মাইজভান্ডারীর জীবনী কর্ম মানবতার কল্যাণে অবদান সমুহ তুলে ধরেন। এই সময় এতে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মুহিব্বানে হযরত শাহ ধনমিয়া ও হযরত খাইরুজ্জামান মাইজভান্ডারীর কেন্দ্রিয় কমিটির
উপদেষ্টামন্ডলীর সদস্য মোহাম্মদ আব্দুল মোনাফ,মোঃমাহবুবুল আলম।সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, মোঃ সজিব সহ মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তা সদস্য ও গাউছিয়া খাইরিয়া দরবার শরীফ এর শাহজাদাগণ,আশেকানে হযরত শাহ ধনমিয়া ও হযরত খাইরুজ্জামান মাইজভান্ডারী(রঃ), ওরশ পরিচালনা কমিটির সকল পদের কর্মকর্তার সদস্য, ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।